
যশোরের কেশবপুরে ঋন গ্রস্থ হওয়ায় পারিবারিক কলোহের জেরে স্বামী স্ত্রী দু’জনেই একই সাথে আত্মহত্যা করেছে।
থানা ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার গোপসেনা গ্রামের শামীম হোসেন (৩০) ঋন গ্রস্থ হওয়ায় প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকতো। এরই জের ধরে শুক্রবার ভোর রাতে শামীম হোসেন ও তার স্ত্রী রেনুকা (২৫) নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে ঝুলে আত্মহত্যা করে।
তাদের ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সংবাদ পেয়ে কেশবপুর থানার ওসি মো. জসীম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শনসহ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় আপমৃত্যুর মামলা হয়েছে।