কেশবপুর প্রতিবেদক: কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম আনিছুর রহমানের কর্মী-সমর্থকদের উপর হামলা-মামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন বুধবার বিকেলে উপজেলার ত্রিমোহিনী বাজারে অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশ নিয়ে হয়রানিম‚লক হামলা-মামলার প্রতিবাদ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবী জানান ।
মানববন্ধনে আসা মির্জানগর গ্রামের শেখ আব্দুল হান্নান, চাঁদড়া গ্রামের নাসিমা খাতুন, দিপালী রায় বলেন, ত্রিমোহিনী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এস এম আনিছুর রহমানের আনারস প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলেই প্রতিপক্ষরা হুমকি দিচ্ছে। এমনকি নির্বাচনী কার্যালয়, বাড়িঘর ও প্রচার মাইক ভাংচুর, কর্মীদের মারপিট ও হামলা-মামলা অব্যাহত রেখেছে। আমরা যেন ভোট কেন্দ্রে গিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারি তার ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম আনিছুর রহমান আনিস বলেন, প্রতিপক্ষরা নির্বাচনী কার্যালয়, বাড়িঘর ও প্রচার মাইক ভাংচুর, কর্মীদের মারপিট ও হামলা-মামলা অব্যাহত রেখেছে। এ কারণে ভোটাররা মানববন্ধন করেছেন। তারা যেন ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারেন সেজন্য তিনি প্রশাসন-সহ নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন