
কলারোয়া প্রতিনিধি: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কলারোয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার (৬৭)। কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি আব্দুল হামিদ সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার তার নামাজে জানাজা ও দাফন কার্য সম্পন্ন হবে।
ফুসফুসের ক্যান্সারে চিকিৎসাধীনঅবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন তিনি। তার মরদেহ ঢাকা থেকে কলারোয়ায় ফেরা সাপেক্ষে আজ বুধবার সকাল ৮টায় তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানায়।
আলহাজ্ব আব্দুল হামিদ সরদার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ মৃত্যুর পূর্ব পর্যন্তএর সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চেয়ারম্যান আব্দুল হামিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, এই নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।