কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ভিপি মোরশেদকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম এ কালাম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কলারোয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিলুর রহমান প্রমুখ।
এছাড়া শপথ অনুষ্ঠানে বাহিরে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর কবির, ইউপি সদস্যসহ স্হানীয় কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীসহ সমর্থকবৃন্দ।
গত ২০ অক্টোবর কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স.ম মোরশেদ আলী (ভি.পি মোরশেদ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সেদিন নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে মোরশেদ আলীকে নির্বাচিত ঘোষণা করেছিলেন। নির্বাচিত হওয়ার ঠিক এক মাসের মাথায় গেজেট প্রকাশিত হওয়া সাপেক্ষে আনুষ্ঠানিক ভাবে শপথের পরেই চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার বুঝে নিবেন ভিপি মোরশেদ।
উল্লেখ্য, গত ৩০ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন কেরালকাতা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ সরদার।