
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মইনুল হোসেন খান নিখিল’র আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের পুরাতন কোর্ট আইনজীবী মিলনায়তনে সদর উপজেলা যুবলীগের আয়োজনে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম তারেক উদ্দিন, সদস্য এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জি.এম ওয়াহিদ পারভেজ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া বাবু, জাহিদ হোসেন, আবুল কাশেম, শামছুর রহমান, খোরশেদ আলম রিপন ও মুহিবুল্লাহসহ সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মইনুল হোসেন খান নিখিল’র আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম।