প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের সদস্য হলেন কলারোয়ার তপন রায়
কামরুল হাসান: সাতক্ষীরার কলারোয়ার সন্তান তপন কুমার রায় বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তপন কুমার বসু স্বাক্ষরিত এক অন্তর্ভুক্তিকরণ বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চত করা হয়।
সিঙ্গাপুর প্রবাসী তপন কুমার রায় বর্তমানে সিঙ্গাপুরস্থ সাইম্যাস প্রাইভেট লিমিটেড এর অপারেশন ডিরেক্টর হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসীডাঙ্গা গ্রামের হরেন্দ্রনাথ রায়ের কনিষ্ঠ পুত্র।
২৫ জুলাই ২০২৫ তারিখে তপন কুমার রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি বার্তা দেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.