কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগের অংশ হিসেবে কলারোয়ায় কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘের আহ্বায়ক শেখ রুহুল কুদ্দুসের অর্থায়নে হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর ২ টার দিকে উপজেলার সীমান্তবর্তী ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা পূর্ব পাড়া মসজিদ প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫ নং কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘের আহ্বায়ক শেখ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনতা মূলক আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাওহীদুজ্জামান,৫নং কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, দৈনিক সাতনদীর কেড়াগাছি প্রতিনিধি আক্তারুজ্জামান, কলারোয়া নিউজের পৃষ্ঠপোষক খায়রুল আলম(কাজল সরদার), সাংবাদিক মোঃ হোসেন আলী,স্থানীয় সমাজ সেবক মোঃ বদরুজ্জামান, ওয়ার্ড আ’লীগের সভাপতি আজিজুল ইসলাম,আ’লীগ নেতা কউছার আলী,ৎসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় চলমান মহামারি মোকাবিলায় করণীয় জরুরি খাদ্য সহায়তা,স্বাস্থ্য সেবা বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এবং প্রায় ৮৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।