আক্তারুজ্জামান সীমান্ত (কলারোয়া) প্রতিবেদক: কলারোয়ার কেঁড়াগাছি খালধার আহলে হাদিস জামে মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তাফা লুৎফুল্লাহ।
রবিবার বিকেলে তিনি আকস্মিক পরিদর্শনে আসেন। এসময় তিনি বলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন বিশ্বের সকল মানুষের পথপ্রদর্শক। তিনি ছিলেন উত্তম আদর্শের প্রতীক। এ সময় তিনি মসজিদের দ্বিতল ভবনের চলমান কাজ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র,পি, এস জাহাঙ্গীর আলম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কেঁড়াগাছি খালধার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু সাঈদ, সভাপতি রূপচাঁদ বিশ্বাস সহ মসজিদের মুসল্লী বৃন্দ।