
আক্তারুজ্জামান, সীমান্ত (কলারোয়া) থেকে: কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে কেশবপুরের বরণডালি এস এস সবুজ সংঘ্য।
মঙ্গলবার বিকালে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ কর্তৃক আয়োজিত কেশবপুরের বরণডালি ও স্বাগতিকদের মধ্যে ঐ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শুরুর ৭ মিনিটে বরণডালীর ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাসেল একটি গোল করে দলকে এগিয়ে নেন, ১৪ মিনিটে কেঁড়াগাছির ৭নম্বর জার্সি ধারী খেলোয়াড় শাহরুল একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে বিরতিতে যায়। বিরতির পর খেলা শুরুর ১৫ মিনিটে বরণডালি ৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমনের গোলে এগিয়ে যায় বরণডালি।
খেলার ২১মিনিটে কেঁড়াগাছি প্লান্টি করে আরো একটিগোল করে কিন্তু ১৭ও ২৫ মিনিটে বরণডালির ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিঠু দুটি গোল করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন । রেফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ৪–৩ গোলে স্বাগতিকদের হারিয়েছে অতিথি দল। রেফারি দায়িত্ব পালন করেন মীর শাহিন। খেলাটি উদ্বোধন করেন সীমান্তে প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা।
বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কেশবপুরের সাংবাদিক আব্দুস সবুর রিপন, সীমান্ত প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ,সাংবাদিক আক্তারুজ্জামান আক্তার, হোসেন আলী ক্রীড়া ব্যক্তিত্ব মীর শওকাত আলী ,তোতা মিয়া প্রমুখ।