কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে ভাদড়া ফুটবল একাদশকে হারিয়ে স্বাগতিক কেঁড়াগাছি ফুটবল একাদশ জয়লাভ করেছে।
রবিবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা সদরের ভাদড়া ফুটবল একাদশ বনাম কেঁড়াগাছি ফুটবল একাদশ এর মধ্যেই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতেই উভয় দলের খেলোয়াররা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলতে থাকে, খেলা শুরুর ৬ মিনিটে কেঁড়াগাছি ফুটবল একাদশ এর ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার রাজ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।
বিরতির পর খেলা শুরুর ৪ মিনিটে কেঁড়াগাছির ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার রাজ আরোও একটি গোল করে দলের জন্য গোলের ব্যবধান বাড়ান, রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২–০ গোলে স্বাগতিকরা জয়লাভ করে।
রেফারির দায়িত্ব পালন করেন তোতা মিয়া, আশিকুর রহমান আশিক ও সাগর। শরতের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দশক খেলাটি উপভোগ করেন।
কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে ভাদড়াকে হারিয়ে স্বাগতিকদের জয়
পূর্ববর্তী পোস্ট