প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২০, ৮:৪০ অপরাহ্ণ
কেঁড়াগাছিতে গরুর খামার পরিদর্শন করলেন প্রাণিসম্পদ কর্মকর্তা
কেঁড়াগাছি ( কলারোয়া )সীমান্ত প্রতিনিধি : কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার পরিদর্শন করলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। সোমবার বিকালে হঠাৎ করেই এই পরিদর্শনে আসেন । এ সময় তিনি গরু খামারি দের বিভিন্ন প্রকার দিকনির্দেশনামূলক উপদেশ প্রদান করেন । এ সময় তিনি গরুর খামারি দের উদ্দেশ্যে বলেন যে ,আপনাদের খামারের গরুর যেকোনো সমস্যা হলে আমাদেরকে অবহিত করবেন ,আমরা সর্বদা আপনাদেরকে সঠিক পরামর্শ দেব এবং আপনাদের পাশে থাকার চেষ্টাকরবো।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাণি বিশেষজ্ঞ সার্জন ড. অমল কুমার সরকার ডি.ভি.এম (বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়)
বি.সি.এস (প্রাণিসম্পদ)এম.এস (মেডিসিন)পিএইচ.ডি।ডি.এইচ.এম.এস(ঢাকা)। উপজেলা প্রাণিসম্পদ , কর্মকর্তা পশু হাসপাতাল ,কলারোয়া, পিয়ারে আশেকে রাসুল সুমন , মেম্বার মহিদুল ইসলাম, সাংবাদিক আখতারুজ্জামান ,সাংবাদিক অহিদুজ্জামান খোকা ও হোসেন আলী সহ স্থানীয় খামারীরা।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.