
প্রেস বিজ্ঞপ্তি:
প্রখ্যাত কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির উদ্যোগে আলোচনা সভা সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো: আনিসুর রহিম। বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুণ উর রশিদ, বিশিষ্ঠ মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, এটিএম আব্দুল মুজিদ চৌধুরী, এড. শফিউল ইসলাম খান, সাংবাদিক এসএম শহীদুল ইসলাম, উপাধ্যক্ষ তপন কুমার শীল, এড. আবুল কালাম আজাদ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু। সভায় বক্তারা প্রয়াত সাইফুল্লাহ লস্করের জীবন ও কর্মের উপর আলোচনা ও স্মৃতিচারণ করেন।