
কুষ্টিয়া প্রতিবেদক: দৌলতপুরে সবজীব্যাবসায়ীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া পুলপাড়া গ্রাম থেকে সবজীব্যাবসায়ী তাউসের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত তাউস গরুড়া পুলপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।
স্থানীয়রা ও তাউসের পরিবারের লোকজনের দাবি, তাউস গরুড়া ঠাকুর পাড়া গ্রামের এক গৃহবধূর সাথে পরকিয়ার সম্পর্কে লিপ্ত ছিল। আজ সকালে তাউসের মরদেহ গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত তাউসের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে তাউসের ভাই জানান, আমার ভাই আত্মহত্যা করতে পারেনা আমি ও আমার ভাই বৃহস্পতিবার বিকালে সবজী মালামাল ক্রয় করি, আত্মহত্যা করার মত কোন কিছু তার ভিতর দেখি নাই । আমার ধারণা তাকে হত্যা করা হয়েছে। কারন, বাড়ী ছাড়া ২ কিলোমিটার দুরে এসে কেন আত্মাহত্যা করবে? আমরা হত্যকারীর বিচার চাচ্ছি ।
এ বিষয়ে তাউসের স্ত্রী জানান, আমার স্বামীর প্রায় ৪ বছরধরে পাশের গ্রামের এক গৃহবধুর সাথে পরকীয়া সম্পর্ক চলছিলো। সে আমার স্বামীকে প্রায় সময় ফোন করে ডাকতো। গতকাল আমার স্বামী সন্ধ্যায় বাড়িতে আসলে কে যেন ফোন দেয়, ফোন পেয়ে সে বাড়ির বাইরে চলে যায়। আমার ধারনা ঐ মেয়ে সব করেছে।
দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান এ বিষয়ে বলেন, থানা পুলিশ তাউসের লাশ উদ্ধারকরেছে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।