আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার কুশুলিয়ায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এসএম আতাউল হক (দোলন)। বৃহস্পতিবার দুপুরের পর থেকে কুশুলিয়া ইউনিয়নের কালিগঞ্জ ফুলতলা মোড়, মহৎপুর হাটখোলা, ভদ্রখালী বাজার, টেকরা রহিমপুর, গোবিন্দপুর, পুলিন বাবুর হাটখোলা, কুশুলিয়া হাটখোলাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথ সভা করেন তিনি। কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক জিএম আতিয়ার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ। পথ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, জেলা আ’লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শেখ মোজাহার হোসেন কান্টু, জাসদ নেতা অধ্যক্ষ আশেক ই এলাহী, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুল হান্নান, শ্যামনগর উপজেলা আ’লীগের সভাপতি আলম বাবু প্রমুখ। এ সময় সংসদ সদস্য পদপ্রার্থী এসএম আতাউল হক দোলন বলেন, আমার দুটি নয়নের একটি শ্যামনগর এবং অন্যটি কালিগঞ্জ উপজেলা বাসীর উন্নয়নে সমান সুদৃষ্টি থাকবে। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করতে পারবো। কারণ নির্বাচনের শেখ হাসিনা আবারও সরকার গঠন করবে। আমি কালিগঞ্জ কুশুলিয়া ইউনিয়নে বাড়ি করব। আপনাদের সুবিধার্থে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। পথসভা শেষে গণসংযোগে বিভিন্ন দোকানের সামনে বাজারে এবং পথচারী ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।