নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি মানিক মোল্লার পুত্র খলিলুর রহমান (৪৮) এর ক্রয়কৃত জমিতে জবর দখল করে ঘর নির্মানের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়, সাতক্ষীরা সদর কুশখালি মৌজার ১০৫৮, ১৫৬৭ খতিয়ানের ৯৮৮৯, ৯৮৯০,৯৮৯১,৯৮৮৪ দাগের ভিতর ৬ শকত জমি জবর দখলের চেষ্টা ঘর নির্মাণের প্রস্তুতি চলছে, এতে খলিলুর রহমান বাধা দেওয়ার চেষ্টা করলে ১৭/৩/২০২১ সকাল আনুমানিক ৯ টার সময় কুশখালি গ্রামের মৃত জব্বার মোল্লার পুত্র বারেক মোল্লা ও মেয়ে নুরজাহান বেগম জমিতে অনধিকার প্রবেশ করে ঘর নির্মাণের প্রস্তুতি নেয়। এতে ক্রয় কৃত জমির মালিক খলিলুর রহমানকে ভয় ভীতি ও জীবন নাশের হুুুুমকী দিয়ে আসছে বিবাদী পক্ষরা। খলিলরুুু রহমান বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে তফসিল কৃৃত জমির মাপযোগ করে শান্তিপূর্ন বসবাসের জন্য সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেন। এব্যাপারে অভিযুক্ত বারেকের অনুপস্থিতিতে তার প্ত্রু জহিরুল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ফুফুর কাছ থেকে খলিলুর রহমান ৬ শতক জমি ক্রয় করেছে, আমরা তার জমি পিছন থেকে দিব কিন্তু রাস্তা দিবনা। জীবন নাশের হুমকীর বিষয় জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। এ বিষয় সাতক্ষীরা সদর থানার এ এস আই সুভাষ চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান, আমি ঘটনাস্থলে গেলে খলিলকে বিবাদী পক্ষরা খুন জখমে উদ্দ্যত হলে আমি খলিলকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেই এবং পরিবেশ শিথিল করি এবং জমি জমা সংক্রান্ত বিষয় আদালতের মাধ্যমে সমাধান করার পরামর্শ দেই।