আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ভিজিডি’র টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ মে) সকালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মোবাইল কানফারেন্সের মাধ্যমে টাকা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ইউনিয়নের ৫০০০ পরিবারকে ৪৫০ টাকা করে নগদ প্রদান করা হচ্ছে। এসময় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম, ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না, নজরুল ইসলাম, আলমগীর হোসেন আঙ্গুর, আঃ রশিদ, মহিলা মেম্বার শামীমা সুলতানা কুইন প্রমুখ উপস্থিত ছিলেন।