
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়ায় পাটকাঠির গাদায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১ নভেম্বর) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে কচুয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে মনিরুল, ওবায়দুল বাইরে থেকে পাটকাঠি এনে রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। বেলা দুটোর দিকে পাটকাটির গাদায় সবার অজান্তে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করেও সম্ভব না হওয়ায় আশাশুনি ফায়ার সার্ভিসকে খবর দেয়। বেলা ৩ টার দিকে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে অনুমান ৪ লক্ষ টাকার পাটকাঠি ভস্মিভ‚ত হয়েগেছে। ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, আমি দীর্ঘদিন ধরে এই পাটকাঠির ব্যবসা করে আসছি। আজ হঠাৎ করে পাটকাঠিতে আগুন লাগে। এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।