সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে মেম্বার পদে নির্বাচন নিয়ে দায়ের কৃত মামলার পুনঃ ভোট গননা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে ভোট পুনঃ গননা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ২০১৬ সালে কুল্যা ১নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আনোয়ার হোসেন ভোটে অনিয়মের অভিযোগ এনে ১০/২০১৬ নং মামলা রুজু করেন। নির্বাচনী আদালত (সদর) শুনানী শেষে ভোট পুনঃ গননার দিন ধার্য করেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২ টায় ভোট গননা করা হয়। সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক উপস্থিত থেকে গণনা কাজ সম্পন্ন করেন। এসময় বাদী আনোয়ার হোসেন, বিবাদী রিটার্নিং অফিসার ও আশাশুনি উপজেলার তৎকালীণ মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, সহকারী প্রিজাইডিং অফিসার একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান ও প্রার্থী আব্দুল মাজেদ গাজী, উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবিবৃন্দ উপস্থিত ছিলেন। গননাকালে দেখা যায়, বিজয়ী প্রার্থী আব্দুল মাজেদ (মোরগ প্রতীক) ৭৫৫ ভোট পেয়েছিলেন, সেখানে পুনঃ গননায় ৭৫৬ ভোট হয়েছে। বাদী আনোয়ার হোসেন ((টিউবওয়েল) পেয়েছিলেন ৫৯২, তদস্থলে ৫৯৪ হয়েছে। অপরপ্রার্থী মিকাঈল (তালা প্রতীক) পেয়েছিলেন ৫৪১ ভোট, তদস্থলে হয়েছে ৫৪২ ভোট। বিবাদী এস এম সুলতান মাহমুদ ও হাসানুজ্জামান উপরোক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।