
ওমর ফারুক মুকুল: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের রামনগর বাইতুস সালাম জামে মসজিদে ছাঁদ ঢালাইয়ের কাজ উদ্ধোধন করেন জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদৌস আলফা। ১১ই মার্চ বৃহস্পতিবার পবিত্র শবে মিরাজের প্রথম দিনে সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের ও আলফার নিজস্ব অর্থায়নে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামের দিক নির্দেশনায় অন্যান্য উন্নয়ন মূলক কাজের ন্যায় কুলিয়া রামনগর মসজিদেও ছাঁদ ঢালায় দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, মহিলা ইউপি সদস্যা শ্যামলী রানী, ইউপি সদস্য অচিন্ত কুমার মন্ডল, মসজিদ কমিটির সভাপতি গোলাম বারী, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ মোক্তার আলি বিশ^াস সহ মসজিদের ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।