
স্টাফ রিপোর্টার, দেবহাটা:
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শেখ আব্দুস সোবহানের বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগের শেষ নেই। গত ০৬ই জানুয়ারি রাত আনুঃ ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সোবহান ৬/৭জন ব্যাক্তির জমির দাখিলা কাটা সহ টাকার বিনিময়ে বিভিন্ন কাজ করছেন।
এসময় সেখানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, নায়েব সাহেব তার জমির খতিয়ানটির বিভিন্ন সমস্যা আছে অল্প টাকায় সমাধান করে দিবেন মর্মে সন্ধ্যার পরে আসতে বলেন। জানাযায়, এই সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সরকারী ফি ছাড়া অতিরিক্ত অর্থ গ্রহন, চাহিদা মাফিক টাকা না পেয়ে ভুক্তভোগিদের বøাকমেইল করা সহ খাজনা নিতে তালবাহনা, খাজনার টাকা জমা না নেওয়ার অভিযোগ আছে।
ইতিমধ্যে কয়েকজন ভুক্তভোগী হয়রানীর শিকার হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। সাথে সাথে ঐ কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছুদিন পূর্বে তার অনিয়ম দুর্ণীতির প্রমান সহ সাতক্ষীরার কয়েকটি দৈনিক ও অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়।
কিন্তু কোন অদৃশ্য শক্তির জোরে দৃশ্যমান কোন ব্যবস্থা এখনও পর্যন্ত গ্রহন করা হয়নি বলে ভুক্তভোগীরা জানান। যার কারনে দিনের পর দিন কুলিয়া ইউনিয়ন সরকারী ভূমি কর্মকর্তা শেখ আব্দুস সোবহান তার অনিয়ম দূর্ণীতির ক্রমধারা বজায় রেখেছেন।
তবে রাতে কাজ করার বিষয়ে জানতে চাইলে সহকারী ভূমি কর্মকর্তা সোবহান জানান, মুজিব শর্তবর্ষ উপলক্ষে কিছু কাজ বাকী ছিলো সেগুলো সম্পন্ন করছিলাম, এ সময় তিনি অনিয়ম দুর্ণীতির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। অফিস টাইমের পরে রাতে অফিসে কাগজপত্র নিয়ে সহ উপস্থিত লোকজন এর বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে এ প্রতিনিধিকে ম্যানেজ করার চেষ্টা করেন।
এব্যাপারে কুলিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক জানান, কুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার অনিয়ম-দূর্ণীতির বিষয়ে অনেকে আমার কাছে অভিযোগ করেছেন এবং তার অনিয়ম দূর্নীতির সত্যতা আছে।