স্টাফ রিপোর্টার, দেবহাটা: দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক একে এম আনিছুর রহমান গত ১৬ডিসেম্বর বেলা ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাই আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি……রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সহ-সভাপতি মনজুর কাদির, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ম সম্পাদক মাহমুদুল আলম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, অর্থ সম্পাদক রমজান মোড়ল, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, প্রচার সম্পাদক আশরাফুল আলম বাদল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য নির্বাহী সদস্য হিরন কুমার মন্ডল, এস এম মজনুর রহমান ও আমিরুল ইসলাম প্রমুখ।