
ওমর ফারুক মুকুল: কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের নৈশ্য ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২জানুয়ারি শুক্রুবার রাত ৯টায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যলয় টেকসা ফাউনন্ডেশনে প্রেস ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে নৈশ্য ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা ও সাতক্ষীরা টুডের সম্পাদক আবু হুরাইরা, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি মনজুর কাদির, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, অর্থ সম্পাদক রমজান মোড়ল, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য নির্বাহী সদস্য আমিরুল ইসলাম, ডাঃ মনিরুল ইসলাম, হীরন কুমার মন্ডল, সদস্য সাইফুল ইসলাম, এস এম মজনুর রহমান, বজলুর রহমান, ইব্রাহিম খলিল ও মেহেদি হাসান প্রমুখ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে প্রেস ক্লাবের ১৬তম প্রতিষ্ঠা বর্ষিকি, ক্যালেন্ডার তৈরি ও বন ভোজের সিন্ধান্ত গৃহীত হয়।