ওমর ফারুক মুকুল: ২০২০-২০২১ অর্থ বছরের এলজি, এসপি-৩ প্রকল্পের আওতায় কুলিয়া ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই সকাল ১০ টায় কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ। এ সময় কুলিয়া ইউনিয়নের শশাডাংগা দাখিল মাদরাসার শিক্ষার্থী সুমন, কুলিয়া এলাহী বক্স দাখিল মাদরাসার শিক্ষার্থী আওয়াল ও খাদিজা খাতুন, বহেরা দারুল উলুম মাদরাসার শিক্ষার্থী হাসিব, মাহফুজ ও আহসান হাবীব, সুবর্ণবাদ সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষার্থী জুবায়ের মৃধা ও বৈশাখী চক্রবর্তী, কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিধ্যালয়ের শিক্ষার্থী রিমা পারভীন ও শ্রাবন্তী রং, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এনামূল ও মন্দীরাকে বাই সাইকেল প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগনের দোড় গোঁড়ায় সকল সেবা পৌছে দিচ্ছেন, তিনি সকল কে করোনা প্রতিরোধের জন্য সরকারী বিধি নিষেধ মানা সহ সকলকে নিজ নিজ দায়িত্বে সচেতন হওয়ার অনুরোধ করেন। বাইসাইকেল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি সদস্য অচিন্ত কুমার মন্ডল, বিকাশ সরকার ও আমিরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব খালিদ হাসান খাঁন।