
ওমর ফারুক মুকুল: কুলিয়ায় এক ব্যবসায়ীর রহস্যজনক ভাবে সেন্টারিং এর কাঠ ও বিভিন্ন সরজ্ঞাম পুড়ে বিনষ্ট, অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন। জানা যায়, দেবহাটা উপজেলার দঃ কুলিয়া গ্রামের মৃত. সামসুদ্দিন সরদারের ছেলে রফিকুল ইসলাম বিগত কয়েক বছর যাবত কুলিয়া বাজার এর দক্ষিন পাশে সেন্টারিং কাঠ ও বাশ ভাড়া দেওয়ার ব্যবসা করে আসছিলেন। ২৮ জানুয়ারী দিবাগত রাত আনুঃ আড়াই টার সময় রহস্যজনক ভাবে তার কাঠের গুদামে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে ব্যার্থ হলে, সাতক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারন জানা যায়নি। এ ব্যাপারে ভুক্ত ভোগী রফিকুল ইসলাম থানায় অভিযোগ করবেন বলে জানান।