নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার কুলিয়ায় ২০২০-২১ অর্থ বছরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র টাকা বিতরণ উদ্বোধন করা হয়েছে। রবিবার ৯মে সকালে কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। এসময় আরোও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, ট্যাগ অফিসার অধীর গাইন। কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার ও ইউপি সদস্য/সদস্যাবৃন্দ। কুলিয়া ইউনিয়নের ৯টি ওর্য়াডে ৪৭৫৫টি কার্ডের প্রতি কার্ডের বিপরীতে ৪৫০টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। অতিথিরা উদ্বোধনের পরে অভিযোগের ভিত্তিতে ৯নং ওয়ার্ডের ৭০৪টি কার্ডের বিপরীতে প্রতি কার্ডের পরিবর্তে ৪৫০টাকা করে মোট ৩১৬৮০০ টাকা দেওয়া বন্ধ রাখে। ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ সরকার সরকারি অনুদানের ৭০৪টি কার্ডের যে টোকেন দিয়েছে তাতে লেখা আছে, করোনা ভাইরাস প্রতিরোধে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সম্মানিত ওয়ার্ডবাসী আপনাদের সেবায় আমরা নিয়োজিত, আলহাজ¦ আসাদুল ইসলাম(চেয়ারম্যান, ভারপ্রাপ্ত, ১নং কুলিয়া ইউপি) মোবাঃ ০১৭১১-৯৮৮০০১ পাশে আনারস প্রতীক। শ্যামলী রাণী মন্ডল(মহিলা মেম্বর) মোবাঃ ০১৭৪৪-৭৬৪৭৭২ পাশে মাইক প্রতীক। বিকাশ সরকার (মেম্বর) মোবাঃ ০১৭২৩৩৯৫৪৮১ পাশে সিলিং ফ্যান প্রতীক। এই টোকেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও দেবহাটা নির্বাহী অফিসার উদ্ধার করেন। তাছাড়া এলাকাবাসী দায়িত্বরত উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার কাছে অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য বিকাশ সরকার তাদের সমর্থনের লোকজনের শুধুমাত্র এই কার্ড প্রদান করেছে। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার জানান, সরকারী অনুদানে ব্যক্তিগত এ ধরনের টোকেন ব্যবহার করা ঠিক হয়নি এবং যাঁচাই বাঁচাই পূর্বক পরবর্তীতে দিনধার্য্য করে সরকারি অনুদানের টাকা প্রকৃত অসহায়, দুঃস্থ পরিবারকে দেওয়া হবে। এব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বলেন, টোকেনের ব্যাপারে আমি কিছু জানিনা। আমার প্রতীক আনারস হয় কীভাবে ? আমি এখনো চেয়ারম্যান নির্বাচনের প্রার্থী হয়নি। আমি আমার ইউপি সদস্য/সদস্যাদের বলেছি প্রকৃত অসহায় দুঃস্থ জনগন যেন ভিজিএফ’র আর্থিক অনুদান পায়। ইউপি সদস্যা শ্যামলী রাণী মন্ডল বলেন, গরীব দের দিয়েছি তবে টোকেনের ব্যাপারে আমি কিছু জানিনা। ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ সরকার জানান, গত রমজানের সময় এই কার্ডটির পেছনে সিরিয়াল নম্বার দিয়া ঈদ উল ফিতরের চাউল বিতরন করেছিলাম। কিন্তু গতবারে কোন অভিযোগ না থাকার কারনে আমি উক্ত টোকেনটি ফটোকপি করে এবার ব্যবহার করেছি। আমি অসহায় দঃুস্থ লোকদের এই ভিজিএফ’র টোকেন গুলো দিয়েছি।