
ওমর ফারুক মুকুল: দেবহাটা উপজেলার কুলিয়ায় অগ্নি দূর্ঘটনায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ মহড়া করেছে দেবহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। রবিবার (১৮সেপ্টেম্বর) ১১টায় দেবহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার জাকির হোসেন ও কলিমুদ্দীনের নেতৃত্বে বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এসময় বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার ওয়ালিদ হোসাইন, সহকারী শিক্ষক খাইরুল ইসলাম, মিজানুর রহমান, কমলেন্দু দাশ, মোস্তাফিজুর রহমান, আ: সাত্তার, নজরুল ইসলাম, সাইদুজ্জামান, ফায়ারসাইটার এস.এম. আসলাম, শাহিনুর রহমান, মাসুদ রানা, চঞ্চল আলী চিনময় দাসসহ অত্র মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।