নিজস্ব প্রতিবেদক: দেবহাটার উপজেলার কুলিয়ায় জমিজমা বিরোধ নিয়ে যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে। গুরুতর আহত যুবকের নাম ফারুক হোসেন(২৫)। সে দক্ষিণ কুলিয়া গ্রামের আবু সিদ্দিকের পুত্র। আহত ফারুক হোসেনের পিতা আবু সিদ্দিক জানান, মঙ্গলবার(১৫জুন) বেলা আনু: ৩টার সময় দক্ষিণ কুলিয়া গ্রামের দিদার সরদারের পুত্র কুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোশারাফ হোসেন ও তার ভাই গোলাম মোস্তফা এবং মোশারাফ হোসেনের স্ত্রী জাহানারা খাতুন জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আমার বাড়িতে প্রবেশ করে আমার ছেলে ফারুক হোসেনকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে তার মাথার বাম পাশে ও বুকে আঘাত করে গুরুতর জখম করে। বর্তমানে গুরুতর আহত ফারুক হোসেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ফারুক হোসেনের পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছিলো। এবিষয়ে মোশারাফ হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার (০১৭৬১৫০৭৬২৯) নং মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।