
স্টাফ রিপোর্টার, দেবহাটা: শেখ হাসিনার উপহার কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসাবে কুলিয়ায় কর্মরত পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার কুলিয়া ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ এর কারনে কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণের সময় কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। আরোও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার, ইউপি সদস্য অচিন্ত্য মন্ডল, আমিরুল ইসলাম প্রমুখ। এসময় ২০জন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।