
স্টাফ রিপোর্টার, দেবহাটা: ২৮’নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নৌকার মাঝি আসাদুল ইসলাম শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে নৌকা প্রতীকের গণসংযোগ করেছেন। শুক্রবার (১৯ নভেম্বর) দিনভর কুলিয়া ইউনিয়নের বহেরা, খাসখামার, উত্তর কুলিয়া ও দক্ষিন কুলিয়া এলাকায় ডোর টু ডোর গণসংযোগ করেছেন। এ সময় নৌকার মাঝি আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও তৃনমূল পর্যায়ে শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম পৌছে দিতে নৌকা প্রতীকের বিকল্প নাই। তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে ২৮’তারিখ সারাদিন নেীকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক ওমর ফারুক মুকুল, আ.লীগ নেতা মোসলেম মোল্যা, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম, হাফিজুল ইসলাম ও সরদার মিঠু প্রমুখ।