
স্টাফ রিপোর্টার, দেবহাটা: ২৮’নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নৌকার মাঝি আসাদুল ইসলাম শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে নৌকা প্রতীকের গণসংযোগ করছেন। রবিবার (১৪ নভেম্বর) সারাদিন কুলিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে ডোর টু ডোর গণসংযোগ করেছেন। এ সময় জননেত্রী শেখ হাসিনার মনোনীত কুলিয়া ইউনিয়নের নৌকার মাঝি আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও তৃনমূল পর্যায়ে শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম পৌছে দিতে নৌকা প্রতীকের বিকল্প নাই। তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে ২৮’তারিখ সারাদিন নেীকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। পরে সন্ধ্যায় নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অচিন্ত্য মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জন সরকারের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, কুলিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আসাদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মজনুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরিফ সরদার, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ওমর ফারুক মুকুল, সাবেক আ.লীগ নেতা অহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম ও হাফিজুল ইসলাম প্রমুখ।