স্টাফ রিপোর্টার, দেবহাটা: কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের নৌকা প্রার্থীদের নিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়ার সাবেক চেয়ারম্যান আসাদুল হকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় কুলিয়া নতুন বাজারে এ কর্মসূচি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি আরিফ বিল্লাহ, সাধারন সম্পাদক নাজমুল হূদা, সেচ্ছাসেবকলীগ নেতা সরদার মিঠু, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় কুলিয়া ইউনিয়নের নৌকা প্রার্থী আসাদুল ইসলাম বলেন, কোনো অযোগ্য ব্যক্তিকে জননেত্রী শেখ হাসিনা নৌকা তুলে দেননি। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমার শরীরে আওয়ামী লীগের রক্ত বইছে। আমি যোগ্য বলেই নেত্রী আমাকে নৌকা প্রতিক দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমি নৌকার মাঝি হিসাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ করে যাবো। কুলিয়া ইউনিয়নের মানুষ আমাকেই চাই। আমি আপনাদের সহযোগিতায় নিয়ে কুলিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে উপহার দেব