ওমর ফারুক মুকুল: কুলিয়ায় অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার মে সকাল ১১টায় কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরহাজ¦ মোঃ ইমাদুল ইসলামের নিজিস্ব অর্থায়নে অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। কুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ২৫০০শ অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হবে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে বাকী ওয়ার্ড গুলোতে বিতরন করা হবে। ৫নং ওয়ার্ডে চেয়ারম্যানের নিজস্ব বাসভবনে ঈদ সামগ্রী বিতরন উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, কুলিয়া বাজার কমিটির সভাপতি এসএম মজনুর রহমান, কুলিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমূল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ও আনারুল ইসলাম প্রমুখ।
কুলিয়ায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পূর্ববর্তী পোস্ট