কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় টেকসা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যক্রম গতিশীল করতে মাঠ পর্যায়ে সেবা প্রদানকারী কমীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১০আগষ্ট) সকাল ১০টায় কর্মীদের মাঝে বাই সাইকেল তুলে দেন কুলিয়া টেক্সা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুকুল।
এ সময় টেকসা ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক মুকল বলেন, এলাকায় দারিদ্র দূরীকরণ এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, নারী-পুরুষের সমতার বিকাশ সাধন করা ও মানুষের সেবা করা আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করে বেকার দূরীকরন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে ক্ষুদ্র ঋণ বিতরণ ও ঋণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা টেক্সা ব্যবসায়ী সমবায় সমিতির মূল লক্ষ্য।
এ সময় টেক্সা ফাউন্ডেশনের সহ-সভাপতি অঞ্জন দাস ও ক্যাশিয়ার নির্মল কুমার সরকারসহ সমিতির কর্মীরা উপস্থিত ছিলেন।