
ওমর ফারুক মুকুল: দেবহাটার কুলিয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য মাস্ক ও সাবান বিতরণ করলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। শনিবার সকাল ১১টায় কুলিয়া ইউনিয়ন পরিষদে মাস্ক ও সাবান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ার ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা ও মনিরুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ রশিদ, জেলার শ্রেষ্ঠ করদাতা আশিকুর রহমান, ইউপি সদস্য প্রেম কুমার, অচিন্ত কুমার, ভরত চন্দ্র, আমিরুল ইসলাম, গোলাম রব্বানি, ইউপি সদস্যা ফতেমা খাতুন, শ্যামলি রানী, শিরিনা আক্তার প্রমুখ। এসময় দেবহাটা উপজেলার কুলিয়া সহ ৫টি ইউনিয়নে ও সদরের ভোমরা ইউনিয়নে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে ৪০০সাবান ও ১ হাজার করে মাস্ক বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আসুন স্বাস্থ্যবিধী মেনে চলি, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখি এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত করি।