
ওমর ফারুক মুকুল: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং কুলিয়া ইউনিয়নের বরাবর নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হকের নির্বাচনী পথ সভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় কুলিয়ার বহেরা বাজার শহীদ মিনার চত্বরে নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান আছাদুল হক বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি বলেন, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তিনি জাতির পিতার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনাদের সাথে নিয়ে কুলিয়া ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই। এসময় তিনি সাধারন মানুষের খোজ খবর নেন এবং সকলের দোয়া এবং সমর্থন কামনা করেন। মাস্টার ইমাদুল হকের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ন সম্পাদক আযহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান বর্মন, দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি রমজান মোড়ল, শিক্ষক শক্তি গাতিদার, অনাদী সানা, বিনয় কৃষ্ণ হালদার প্রমুখ। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের সহস্রাধিক সাধারন জনগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বহেরায় ১,২ ও ৩নং ওয়ার্ডের যৌথ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।