ওমর ফারুক মুকুল: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেটে চেয়ারম্যান প্রাথী আছাদুল হকের নির্বাচনী মত বিনিময় সভা ও অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় টিকেট পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হৃদয় মন্ডলের সভাপতিত্বে¡ এবং কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়ার সাবেক চেয়ারম্যান আছাদুল হক। তিনি ভোটারদের কাছে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং ভোটের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি আরও বলেন আমি নির্বাচনে জয়যুক্ত হলে ইউনিয়নে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো ও ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, উপজেলা তাতাঁলীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সুবর্ণাবাদ সেন্টাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল্লাহ, প্রাক্তন প্রধান শিক্ষক পরিমল গাতীদার, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রওনাক-উল-ইসলাম রিপন, ২নং ওয়ার্ডেও ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের শুভংকর, আওয়ামী লীগ নেতা সুজয় মন্ডল, যুবলীগ নেতা রমজান আলী মোড়ল, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরাণ চন্দ্র, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রহিম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।