
ওমর ফারুক মুকুল: আসন্ন দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বহেরায় দেবহাটা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বহেরা শহীদ মিনার চত্ত্বরে নির্বাচনী পথ সভাটি অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।
তিনি বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর থেকে কারো হক ফাঁকি দিয়ে খায়নি। ভাতা দেওয়ার নাম করে কারো কাছ থেকে কোন টাকা পয়সা লেনদেন করিনি। আমার ভাই ইমাদুল ইসলাম ব্যবসার তাগিদে বিদেশে থাকলেও আমি সর্বদা ইউনিয়ন বাসীর জন্য নিয়োজিত আছি। আমরা কারো উপর জুলুম করি নাই। আপনারা বিবেচনা করেন বিগত দিনে ইউনিয়ন পরিষদ কেমন ছিলো আর বর্তমানে কেমন অবস্থায় আছে। আমরা নির্বাচন করছি মানুষের কাছ থেকে নিতে না, দিতে। ইউনিয়ন পরিষদ কারো ব্যক্তিগত সম্পত্তি না মানুষ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। তবে ইউনিয়নের মানুষ আমাদের ভালোবাসে যার ফলশ্রুতিতে আমরা ইউনিয়ন পরিষদে দায়িত্বে আছি। আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন এব্যাপারে আমি আশাবাদী এবং জনগন আমাকে আগামী নির্বাচনে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করবে।
এসময় বক্তারা বলেন, আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। জেনে শুনে দেখে কেহ যদি অসৎ কোন লোককে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে এলাকায় অসৎ কাজ কারবারে ভরে যাবে ও উন্নয়নে বাঁধাগ্রস্থ হবে।
এসময় আরো বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, ইউপি সদস্য বিকাশ সরকার, ভরত চন্দ্র সরকার, সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা। এসময় প্রাক্তন শিক্ষক আ: হামিদ, ইউপি সদস্য অচিন্ত কুমার মন্ডল, প্রেম কুমার, শ্রমিক নেতা আজিবুর রহমান আলিম, আওয়ামী লীগ নেতা মোসলেম আলী, রেজাউল ইসলাম, জামাল গাজী, ওহাব শাহাজী, সাবেক ছাত্রনেতা সরদার মিঠু ও আরিফ বিল্লাহসহ সহস্রাধিক সাধারন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম।