
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটা উপজেলার ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলিয়ার সাবেক চেয়ারম্যান আছাদুল হকের নির্বাচনী মটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে কুলিয়ার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে গণসংযোগ ও মতবিনিময় করা হয়। ৪শতাধিক নেতাকর্মী অংশ গ্রহন করে এবং র্যালিটি কুলিয়া শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীক প্রত্যাশী কুলিয়ার বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আযাহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান বর্মন, জেলা ছাত্রলীগের নেতা সাদমান সাকিব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রমজান মোড়ল, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারাফ হোসেন, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক নিশান গাইন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুন, কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি পরান চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।