
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ড ভেন্নাপোতা গ্রামে এক অসহায় পরিবারের মাঝে ঘর দিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। ১৯মার্চ শনিবার বেলা ৩টায় আলফার নিজস্ব অর্থায়নে ভেন্নাপোতা গ্রামের খোদা বকশ গাজীর স্ত্রী অসহায় রেহানা খাতুনকে ঘর উপহার প্রদান করা হয়। ঘর প্রদান কালে আরোও উপস্থিত ছিলেন ৭,৮,৯নং ওয়ার্ডের ইউপি সদস্যা শ্যামলী রানী, জেলার শ্রেষ্ঠ করদাতা ও দেবহাটা উপজেলা যুবলীগের সমাজ কল্যান সম্পাদক আশিকুর রহমান, দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মুকুল, ০৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুর রহমান জুয়েল ও হিরারচক মসজিদের ইমাম আফতাবুজ্জামান প্রমুখ। ঘর প্রদানের সময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গোবরাখালী মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। অনুষ্ঠানের পূর্বে বেলা ২টায় শশাডাঙ্গা সর্বজনীন মহা শশান পরিদর্শন করেন আলফা। শশানের সহ-সভাপতি বাবু প্রকাশ সরকার সহ এলাকাবাসী জানান, বিগত ১১বছর যাবৎ শশানের জন্য সরকারের কোন অনুদান আমরা পাইনি। এসময় তিনি উক্ত শশানের জন্য কিছু অনুদানের কথা আশ^াস প্রদান করেন। একই দিনে বেলা ৪টার সময় কুলিয়ার হিরারচক গ্রামের মইনদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম হঠাৎ রোগে পঙ্গু হওয়ায় তাকে দেখতে যান। এলাকাবাসী জেলা পরিষদের সদস্য আলফার কাছে তাহার জন্য একটি ঘর দাবি করেন। এসময় তিনি উক্ত পঙ্গু অসহায় মনিরুলের জন্য একটি ঘর অনুদানের আশ^াস প্রদান করেন।