নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: ইমাদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুল ইসলামের নামে অপপ্রচারে নিন্দা জানিয়েছে ইউপি সদস্য ও ইউপি সদস্যারা। রবিবার(৪অক্টোবর) সকাল ১০টায় লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, গত (৩ অক্টোবর) ৯নং ওয়ার্ডের গোবরাখালী সাইক্লোন সেন্টারে কুলিয়া ইউপি এর সাবেক সম্মানিত চেয়ারম্যান মো: আছাদুল হকের কর্মী সমাবেশ মঞ্চে ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোশারাফ হোসেন বক্তৃতা দেওয়ার সময় কুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: ইমাদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুল ইসলামের নামে অশ্লীল, কটুক্তীমূলক, মিথ্যা ও কাল্পনিক কথা বার্তা বলা হয়। তারই পরিপ্রেক্ষিতে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রওনাক-উল-ইসলাম(রিপন), শাহাদাৎ হোসেন, গোলাম রব্বানী, আমিরুল ইসলাম, আসাদুল ইসলাম, প্রেম কুমার, অচিন্ত কুমার মন্ডল, ভরত চন্দ্র সরকার, বিকাশ চন্দ্র সরকার ও ইউপি সদস্যা ফাতেমা খাতুন, শিরিনা রসুল, শ্যামলী রাণী উক্ত বক্তব্যের ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।