
স্টাফ রিপোর্টার, দেবহাটা:
দেবহাটা উপজেলার কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় সাফল্য অর্জন করেছে। ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অত্র বিদ্যালয় থেকে মোট ১১জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে। ০১ মার্চ প্রকাশিত সংশোধিত বৃত্তি পরিক্ষায় ফলাফলে ১১জনের মধ্যে ৯জন বৃত্তি পেয়েছে। তার মধ্যে ৫জন ট্যালেন্টপুল এবং ৪জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। দেবহাটা উপজেলায় অত্র বিদ্যালয়টি ফলাফলের দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আগামীতে যাহাতে শিক্ষার্থীরা আরোও ভালো ফলাফল অর্জন করতে পারে সেজন্য আরোও চেষ্টা করবো। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সকল অবিভাকদের সহযোগিতা কামনা করছি।