লিটন ঘোষ বাপি:দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেট কমিউনিটি ক্লিনিকের তহবিল গঠন বিষয়ক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় টিকেট কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় এবং সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) আয়োজনে অনুষ্ঠিত তহবিল গঠন বিষয়ক পর্যবেক্ষণ সভায় সিএসও দিলীপ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল। সভায় স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্যে আলোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের এ্যাডভোকেসী ও জেন্ডার বিষয়ক অফিসার উজ্জ্বল কুমার পাল। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন, প্যানেল চেয়ারম্যান ফতেমা মফিস, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি সুজন ঘোষ, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুপ্রিয়া সরকার। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিভিএ সদস্যবৃন্দ, রাইট টু গ্রো প্রোজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, সিভিএ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তহবিল গঠন বিষয়ক পর্যবেক্ষণ সভায় টিকেট কমিটি ক্লিনিকের আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য উপস্থিত সকলের সম্মতিক্রমে তহবিল গঠন ও ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত সকলে কমিউনিটি ক্লিনিকের উন্নয়নের জন্য আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং তাৎক্ষণিকভাবে ৩৬৭০১ টাকা তহবিল ফান্ডে অনুদান দেন।