স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের মাসিক সভা ও সাতক্ষীরা ৩ আসনের নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুল হকের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টায় কুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হককে ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা ও মিষ্টি খাওয়ানো হয় এবং তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।