স্টাফ রিপোর্টার, দেবহাটা:
অন্ধকারে ভরা জগৎখানি মোদের,
দাও ভরিয়া আলোয়,
মাগো জীবন হোক সুখের।
তোমায় পেয়ে আমরা সবাই হলাম যে ধন্য,
আশীর্বাদে করে তোলো এই ধরনী পূর্ন,
এই উক্তিকে সামনে রেখে দেবহাটার ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মো: আছাদুল হককে ফুলের শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত আন্দুলপোতা মন্দির কমিটি।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে নবনির্বাচিত মন্দির কমিটির সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সাথে সাথে ও কালীপূজা উৎসসবেরও শুভেচ্ছা জানান। এসময় চেয়ারম্যান সাহেবকে পূজা মন্ডল পরিদর্শনের জন্য আহবান করা হয়।
চেয়ারম্যান জনাব আছাদুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর এই বাংলায় ধর্ম যার যার, উৎসব সবার। বাঙ্গালির শ্বাশ্বত এই কালীপূজা উৎসসব উপলক্ষ্যে তিনিও শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তিনি আরো বলেন, আন্দুলপোতা মন্দিরের উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেয়ার ব্রত নিয়ে আমি কাজ করে যাব।
এসময় নবনির্বাচিত মন্দির কমিটির সভাপতি উত্তম মিস্ত্রি , সাধারণ সম্পাদক প্রশান্ত মিস্ত্রি , সাংগঠনিক সম্পাদক বাপ্পী সরকার,সহ: সাংগঠনিক সুজিত মিস্ত্রি, সহ:সাংগঠনিক ভৈরব সরকার,ক্যাশিয়ার শংকার স্বর্ণকার ও শুভংকর মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।