প্রেস বিজ্ঞপ্তি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে শতাধিক গাছের চারা প্রদান করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) সকাল ১০ টায় দেবহাটা উপজেলায় ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল মেম্বর, সচিব, গ্রাম পুলিশ, উপস্থিত এলাকাবাসির জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাছের চারা প্রদান শেখ এজাজ আহমেদ স্বপন। গাছের চারা গ্রহনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় ১নং কুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আছাদুল হক, সচিব মো. ফারুক হোসেন, মেম্বর মো. সামসুজ্জামান, মো. গোলাম রব্বানী, মো. আবু সাইদ, মো. মোশারফ হোসেন, প্রেমকুমার, বিধান চন্দ্র, প্রভাষ চন্দ্র, মো. জাহিদুর রহমানও গ্রাম পুলিশের সদস্যরা। উপস্থিত এলাকা বাসির হাতে গাছের চারা তুলে দেন ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছাদুল হক।