নিজস্ব প্রতিবেদক: জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ৩০ মে মঙ্গলবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলার কুলিয়া পশ্চিম পাড়া গ্রামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুলিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শিরিনা রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার। মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), সরকারের উন্নয়ন কর্মকান্ড, গুজব প্রতিরোধ, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।