মেহেদী হাসান, খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষক সমিতির আয়োজনে ইনডোর গেমস্ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকাল ৪টায় শিক্ষক সমিতির ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। সমিতির সভাপতি প্রফেসর ড. হেলাল-আন-নাহিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্যসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কুয়েটের শিক্ষক সমিতির ইনডোর গেমস্ উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট