
নব কুমার দে, তালা থেকে: তালা উপজেলার কুমিরা ইউনিয়নের সেনপুর ফুটবল মাঠে শুক্রবার বিকাল ৪.৩০ টার সময় সেনপুর যুব সংঘ ক্লাব আয়োজিত ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ করে এক দিকে সিংহের মত শক্তিশালী কুমিরা ফুটবল একাদশ, অপর দিকে বাঘের মত শক্তিশালী বগা কেশবপুর ফুটবল একাদশ। উক্ত খেলায় সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মফিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী তবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মিজানুর রহমান। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ২য় শ্রেণির রেফারি শরিফুল ইসলাম। লাইন্সম্যান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন শওকত হোসেন ও আব্দুর রাজ্জাক,সঞ্চালনায় ছিলেন কামরুজ্জামান বুলু।
কুমিরা ফুটবল একাদশের পক্ষে খেলা করে আকাশ (গোল রক্ষক), তেবেজ, সবুজ, সুমন,মোমিন, সাব্বির, রাখাল, জয়, রিমু, সুমন, মিঠুন, সেলিম, গোপাল সরকার।
বগা ফুটবল একাদশের পক্ষে খেলা করে লিটন রায় (গোল রক্ষক), নাজমুল কবির, সারাক্ষাত, রাজু, আসাদ, সাগর, কালাম, সৌরভ, নুহান, সাগর, হুমায়ুন কবির।
উক্ত খেলায় প্রায় ৪ হাজারের মতো দর্শক সুন্দর পরিবেশে খেলা উপভোগ করছিল। খেলা শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে কুমিরা ফুটবল একাদশ, বগা কেশবপুর ফুটবল একাদশকে একটি গোল দিয়ে দেয়। হাফ টাইমের পরে ৭ মিনিট খেলা চলতে চলতে প্লেয়ারের মধ্যে মারা -মারি শুরু হয়। তারপর খেলা বন্ধ হয়ে যায়।