
নব কুমার দে, তালা থেকে: পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়ন কৃষকলীগের পরিচিতি সভা শুক্রবার বিকাল ৪টায় কুমিরা কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়নের কৃষক লীগের সভাপতি আলহাজ্ব শেখ সাহাবাজ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিরা ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ নাজমুল হাসান (মিঠু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার কৃষক লীগ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তালা উপজেলা কৃষক লীগের আহবায়ক ময়নুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সদস্য বাবলু রহমান,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নং কুমিরা ইউনিয়ন কৃষক লীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি মিলন মÐল, সাধারণ সম্পাদক পবিত্র বসু,মান্নান,গোলাম রসুল,রাজু আহমেদ,আবুল বাসার, কেসমত, আবুল হোসেন, মুজিবর,রকিব হোসেন, অমল আইচ,আজিমউদ্দিন সরদার প্রমুখ।
প্রধান অতিথি বিশ্বজিৎ সাধু বলেন, কৃষক বাচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছে। কৃষক লীগ তারই ধারাবাহিকতায় তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা নিরন্তর কাজ করে যাচ্ছে। শেখ নাজমুল হাসান ( মিঠু) বলেন শেখ হাসিনা সরকার বারবার দরকার। কারণ শেখ হাসিনা এ দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন।