তালা অফিস থেকে নজরুল ইসলামঃ ভাড়ায় মটর সাইকেল চালক অহিদ মোড়ল (৩২) খুলনা সাতক্ষীরা মহা- সড়কের মেইন রোডে কুমিরা চারা বটতলা নামক স্থানে মেইন রোডের উপর ভোর সাড়ে পাঁচ টায় মটর সাইকেলসহ-মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারন নির্নয়ের জন্য ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি শেখ মোঃ শাহিনুর রহমান জানান, গতকাল ৬ অক্টোবর বৃহষ্পতিবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটের সময় পাটকেলঘাটা থানা পুলিশ খবর পেয়ে কুমিরা চারা বটতলা নামক স্হান খুলনা - সাতক্ষীরা মহা- সড়কের উক্ত স্হান থেকে লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারন নির্নয়ের জন্য সাতক্ষীরা মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, পাটকেলঘাটা থানার খলিশখালি ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মৃত রশিদ মোড়লের পুত্র ভাড়ায় মটর সাইকেল চালক অহিদ মোড়ল(৩২)। সে প্রতিদিন রাতে মটর সাইকেল ভাড়ায় চালাতেন। ৫ নভেম্বর বুধবার রাত্র দুইটার সময় মৃর্জাপুর থেকে দুইটি মটর সাইকেলে চারজন রক্ত দেওয়ার জন্য ডোনার নিয়ে কেশবপুর যান। রাত্র তিনটা ত্রিশ মিনিটের সময় সেখানে তাদের নামাই দিয়ে ফেরার পথে আর একটি ভাড়া পায় কিন্তুু সে অসুস্থতা বোধ করার কারনে ভাড়া গ্রহন না করে দ্রুত বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। পথি মধ্যে ঘটনা স্থলে মটর সাইকেল ও তার মৃত্যু দেহ পড়ে থাকে। এসংক্রান্তে পাটকেলঘাটা থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। যার নম্বর ২০ তারিখ ৬-১১-২৫।
পাটকেলঘাটা থানার এসআই মনিরুজ্জামান জানান, মামলাটি তিনি তদন্ত করছেন।ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে লাশের শরিলে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।